পদ্মস্মভব মহাবিহার মনাস্ট্রি (Jirang Monastery)
আপনারা ভারতের বিভিন্ন প্রান্তে ঘোরেন বহু পরিচিত বৌদ্ধ মনাস্ট্রি দেখবার জন্য। কিন্তু আমাদের পাশের রাজ্য ওড়িশাতে একটি
সল্পপরিচিত কিন্তু অসাধারন সুন্দর মনাস্ট্রি আছে যার খোজ আমরা আনেকেই রাখি না। আজকের গল্প সেরকমই একটি মনাস্ট্রি নিয়ে
যার জনপ্রিয় নাম জিরাং মনাস্ট্রি।
২০১০ সালে তিব্বতি ধর্মগুরু দলাই লামার হাতে পশ্চিম এশিয়ার এই সর্ববৃহৎ মনাস্ট্রিটির উদ্বোধন হয়। ১৯৫৯ সালে চীনের
আগ্রাসনে ব্যতিব্যাস্ত হয়ে প্রায় ৮৫০০০ তিব্বতি শরনার্থী নিয়ে ১৪তম ধর্মগুরু দলাই লামা ভারতের শরনাপন্ন হন। তখন
বেহরামপুর শহর থেকে ৮০ কিমি দূরে চন্দ্রগিরিতে ছয়টি ক্যাম্প করে তিব্বতীয় রিফিউজিদের থাকার বন্দোবস্ত করা হয়।
তিব্বতীয়রা স্থানটিকে Phuntsokling নামেও অভিহিত করে থাকেন। তিব্বতী ভাষায় যার অর্থ ' Land of Happiness and
Plenty ' । ২০০৮ সালে প্রায় ৮ কোটি টাকা ব্যায়ে এই মনাস্ট্রিটি তৈরি করা হয়।
কিভাবে যাবেন :-
ট্রেনে সব থেকে কাছের স্টেশন বেহেরামপুর। সেখান থেকে জিরাং প্রায় ১১০ কিমি। সময় লাগে ৪ ঘন্টা। গাড়ি ভাড়া ২০০০-২৫০০
টাকা।
কি কি দেখবেন :-
বেহেরামপুর থেকে ১০ কিমি দূরে ওড়িশার অন্যতম জনপ্রিয় স্পট গোপালপুর। এছাড়া পথে পরবে উষ্ণ প্রসবন তপ্তপানি। জিরাং
থেকে ৬০ কিমি দূরে ওড়িশার কাশ্মীর বলে পরিচিত দারিংবারি। এছাড়াও ২৫০ কিমি দূরে ফুলবনিতেও এক রাত কাটাতে পারেন।
কোথায় থাকবেন :-
গোপালপুরে বিভিন্ন বাজেটের অনেক হোটেল পাবেন।
ওটিডিসি,হোটেল কলিঙ্গ, মেফেয়ার পাম বিচ রিসর্ট, হোটেল স সঙ অব দা সি, সি পার্ল বেশ নামকরা
Comments
Post a Comment