Posts

Showing posts from August, 2017

Leh Ladakh ( Part 1)

Image
Leh Ladakh

The Unfold story of Garhpanchokot

Image
কাটিলা মহেন্দ্ৰ মৰ্ত্ত্যে বজ্র প্রহরণে পৰ্ব্বতকুলের পাখা ; কিন্তু হীনগতি সে জন্য নহ হে তুমি, জানি আমি মনে, পঞ্চকোট ! আপনারা হয়তো ভাবছেন একি ধান ভানতে শিবের গীত কেন। লিখতে তো বসেছি ভ্রমন কাহিনী হঠাৎ করে মাইকেল মধুকবি কে ডাকাডাকি কেন। আসলে বাংলার অন্যতম বহুমুখী প্রতিভাসম্পন্ন কবির সাথে বাংলার অন্যতম প্রভাবশালী রাজবংশের যোগসুত্রটা দেখতে পেয়ে আমিও খুব অবাক হয়ে গেছিলাম। আজকের মানসসভ্রমনে সেই ইতিহাসেরই একটু ঘ্রান নেওয়ার চেষ্টা। প্রচুর স্বপ্ন উচ্চাশা নিয়ে বিদেশ যাত্রা করে কবি মধুসূদন কলকাতা ফিরলেন প্রবল দারিদ্র-হতাশা এবং একটি ব্যারিস্টারী ডিগ্রী নিয়ে। ব্যবহারিক বু্দ্ধির অভাবে কলকাতা হাইকোর্টেও পসার জমাতে ব্যার্থ হলেন তিনি। তাই জীবন-সায়াহ্নে ১৮৭২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে পুরুলিয়া শহরে আসেন একটি মোকদ্দমায় বাদীপক্ষের ব্যরিস্টার হিসাবে। ব্যারিস্টার কবি মধুসূদন পুরুলিয়া আগমনে খ্রিস্টধর্মাবলম্বী জনগণের মধ্যে বিশেষ সাড়া পরে যায় এবং তারা তাঁকে স্থানীয় মিশন হাউসে উষ্ণ সংবর্ধনা জানান। মুগ্ধচিত্ত কবি পুরুলিয়া শহরেই রচনা করেন একটি সনেট, যার প্রথম চার পঙক্তি নিম্নরূপ: পাষাণময় যে-দ

বৃষ্টিস্নাত খাজুরাহো।

Image
গল্প বলার আগে একটু ট্রেলার না দেখালে গল্পটা ঠিক জমে না। তাই প্রথমেই একটু ট্রেলার হোক।   বৃষ্টি রাতে গানের মাটি ভেসে, চাঁদ চলেছে অনেক দূর দেশে, থমকে থাকা ধোঁয়াটে এস্রাজে জমাট বাধা পুরনো সুর বাজে! চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা, অনেক কথা জেনেও হয়না জানা! সময় শুধু মোমের মত পোড়ে , ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে! একেক বৃষ্টির আমেজ একেক রকম। কেউ কেউ আছেন ঝুম বৃষ্টিতে খোলা ময়দানে ভিজতে ভালোবাসেন, কেউ বা ঘরের কোণে, কেউ ছাদে আবার কেউ কেউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন দিকচক্রবালের পথে। অঝোর ধারায় বৃষ্টি কেনো জানিনা আমাকে সাপুড়িয়া বাঁশীর মত ডাকতে থাকে। তাই এবারের rain drive এর সাম্ভাব্য গন্তব্য নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটা ভ্রমন সংখ্যায় বৃষ্টিস্নাত খাজুরাহের সুর্যমন্দিরের ছবিটা চোখে পরল। সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললাম এবারের বৃষ্টিটা অতীতের ওঁম গায়ে মাখতে মাখতে উপভোগ করবো।  আগষ্ট মাসে আমার জীবিকাজনিত কারনে মেঘের পেছনে ছোটাছুটি করার জন্য বেশি ছুটি ম্যানেজ করাটা বেশ চাপের। হাতে পেলাম মাত্র দুটো রাত আর তিনটি দিন। তাই আমাদের ভ্রমন পরিকল্প