Posts

Showing posts from December, 2017

The Story Of The Vivekananda Rock Memorial

Image
বিবেকানন্দ রক, শব্দটা শুনলেই আপামর ভারতবাসীর মনে কন্যাকুমারীর শেষপ্রান্তে যে স্মৃতিসৌধটির কথা ভেসে আসে তার সাথে আমরা সকলেই প্রায় অল্পবিস্তর পরিচিত। ভারতবাসীর অত্যন্ত গর্বের এই সৌধটির নির্মান ইতিহাসটা কিন্তু অনেকেরই অজানা। আসুন আমরা আজ আমাদের অতি প্রিয় এক ভ্রমনস্থলের ইতিহাসটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখি। গল্পের শুরুতেই আপনাকে কিন্তু পিছিয়ে যেতে হবে ১৯৬২ সালের একদম শুরুতে, সারা ভারতজুড়ে তখন স্বামীজীর জন্মশতবর্ষ পালন উপলক্ষে সাজো সাজো রব। সমগ্র রামকৃষ্ণ মিশন আর তার সহোযোগী সংস্থাগুলি সারা ভারত জুড়ে মহা সমারোহে স্বামীজীর মহান কর্মকান্ডের প্রচার করে চলেছে। সেই সময়ে কন্যাকুমারীর কিছু বিশিষ্ট মানুষজন স্বামীজী যে পাথরটির উপর বশে ধ্যান করতেন সেই পাথরটির উপর স্বামীজীর একটি স্মৃতিসৌধ স্থাপনের আর্জি নিয়ে তৎকালীন 'Haindeva Seva Sangh' এর প্রেসিডেন্ট শ্রী Velayudhan Pillai এর সাথে দেখা করেন , এবং তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।কাকতলীয়ভাবে রামকৃষ্ণ মিশনের আয়োজিত মাদ্রাজের একটি পাবলিক মিটিংয়েও প্রায় অনুরুপ এক প্রস্তাব গ্রহন করা হয়। কিন্তু বিধি বাম। আগুনের গতিতে এই প্রস্তাবের খব

ঘাটশিলার ডায়েরী ( The story of Ghatshila )

Image
নির্জনতার কবি জীবনানন্দ দাশের একটা কবিতায় ঘাটশিলা এসেছিল এইভাবে  "ঘাটশিলা—ঘটশিলা— কলকাতা ছেড়ে বল ঘাটশিলা কে যায় মিছাই চিরদিন কলকাতা থাকি আমি, ঘাটশিলা ছাই। ... একদিন তারপর—বহুদিন পরে অনেক অসাধ অনিচ্ছায় ঘাটশিলা চলিলাম ঘাটশিলা দেখিলাম হায় ..."” শীতের কুয়াশামাখা সাপ্তাহিক ছুটি গুলি এলেই পায়ের তলার সরষে গুলো কিলবিল করে ওঠে।  মন বলে পালাই পালাই। টুক করে তাই গাড়িটা নিয়ে ঘুরে এলাম ঘাটশিলা থেকে। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ছোট্ট পাহাড়ি জনপদ ঘাটশিলা বাঙালি পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয়। চারিদিকে অনুচ্চ পাহাড়শ্রেণি, মাঝে আপনবেগে পাগলপারা সুবর্ণরেখা, অন্য দিকে শাল-মহুয়ার জঙ্গল ঘাটশিলাকে ব্যতিক্রমী রূপ দিয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি। অপূর্ব মায়াময় এই ছোট্ট শহরটি। আদিবাসী রমনীর দল বেঁধে হাঁটে যাওয়া, হাটে বসে বিক্রি করা পিঁপড়ের ডিম, হাঁড়িয়া আর নিমের দাঁতন । যুগ যুগ ধরে মানুষের সেবা করে আসা গ্রামীন ডাক্তার, যার কাছে জড়ি-বুটির সংখ্যা ২৫০০ রকমেরও  বেশি । পূরাতন অনূভূতির শহর । আনাচে কানাচে যার আদিবাসী জীবন ও সারল্য ।