The Story Of The Vivekananda Rock Memorial
বিবেকানন্দ রক, শব্দটা শুনলেই আপামর ভারতবাসীর মনে কন্যাকুমারীর শেষপ্রান্তে যে স্মৃতিসৌধটির কথা ভেসে আসে তার সাথে আমরা সকলেই প্রায় অল্পবিস্তর পরিচিত। ভারতবাসীর অত্যন্ত গর্বের এই সৌধটির নির্মান ইতিহাসটা কিন্তু অনেকেরই অজানা। আসুন আমরা আজ আমাদের অতি প্রিয় এক ভ্রমনস্থলের ইতিহাসটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখি। গল্পের শুরুতেই আপনাকে কিন্তু পিছিয়ে যেতে হবে ১৯৬২ সালের একদম শুরুতে, সারা ভারতজুড়ে তখন স্বামীজীর জন্মশতবর্ষ পালন উপলক্ষে সাজো সাজো রব। সমগ্র রামকৃষ্ণ মিশন আর তার সহোযোগী সংস্থাগুলি সারা ভারত জুড়ে মহা সমারোহে স্বামীজীর মহান কর্মকান্ডের প্রচার করে চলেছে। সেই সময়ে কন্যাকুমারীর কিছু বিশিষ্ট মানুষজন স্বামীজী যে পাথরটির উপর বশে ধ্যান করতেন সেই পাথরটির উপর স্বামীজীর একটি স্মৃতিসৌধ স্থাপনের আর্জি নিয়ে তৎকালীন 'Haindeva Seva Sangh' এর প্রেসিডেন্ট শ্রী Velayudhan Pillai এর সাথে দেখা করেন , এবং তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।কাকতলীয়ভাবে রামকৃষ্ণ মিশনের আয়োজিত মাদ্রাজের একটি পাবলিক মিটিংয়েও প্রায় অনুরুপ এক প্রস্তাব গ্রহন করা হয়। কিন্তু বিধি বাম। আগুনের গতিতে এই প্রস্তাবের খব