গল্প বলার আগে একটু ট্রেলার না দেখালে গল্পটা ঠিক জমে না। তাই প্রথমেই একটু ট্রেলার হোক। বৃষ্টি রাতে গানের মাটি ভেসে, চাঁদ চলেছে অনেক দূর দেশে, থমকে থাকা ধোঁয়াটে এস্রাজে জমাট বাধা পুরনো সুর বাজে! চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা, অনেক কথা জেনেও হয়না জানা! সময় শুধু মোমের মত পোড়ে , ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে! একেক বৃষ্টির আমেজ একেক রকম। কেউ কেউ আছেন ঝুম বৃষ্টিতে খোলা ময়দানে ভিজতে ভালোবাসেন, কেউ বা ঘরের কোণে, কেউ ছাদে আবার কেউ কেউ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন দিকচক্রবালের পথে। অঝোর ধারায় বৃষ্টি কেনো জানিনা আমাকে সাপুড়িয়া বাঁশীর মত ডাকতে থাকে। তাই এবারের rain drive এর সাম্ভাব্য গন্তব্য নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটা ভ্রমন সংখ্যায় বৃষ্টিস্নাত খাজুরাহের সুর্যমন্দিরের ছবিটা চোখে পরল। সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললাম এবারের বৃষ্টিটা অতীতের ওঁম গায়ে মাখতে মাখতে উপভোগ করবো। আগষ্ট মাসে আমার জীবিকাজনিত কারনে মেঘের পেছনে ছোটাছুটি করার জন্য বেশি ছুটি ম্যানেজ করাটা বেশ চাপের। হাতে পেলাম মাত্র দুটো রাত আর তিনটি দিন। তাই আমাদের ভ্রমন পরিকল্প