Badami - the temple town
উত্তর কর্ণাটকের বাগালকোট জেলার বাদামী,Pattadakal,আর আইহোল -এই ট্রায়োটি চালুক্য সাম্রাজ্যের অপরূপ শিল্পকর্মের এক অসামান্য নিদর্শন।ষষ্ঠ থেকে দ্বাদশ শতক পর্যন্ত দক্ষিণ ও মধ্য ভারতের অনেকখানি জুড়ে চালুক্য সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করেছিল।আইহোলের মন্দির গুলি চালুক্য সাম্রাজ্যের প্রথম দিকের কীর্তি।আইহোলের মত পাটটাডাকালও ( PATTADAKAL) একইরকম চালুক্য্ রাজাদের সৃষ্টি তবে আরও নিখুঁত। বিশেষত পাথর কেটে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরিতে তাদের নৈপুণ্য লক্ষ্য করা যায়।বাতাপি বা বাদামী কিন্তু অন্য ধরনের। মোট চারটি গুহায় শিল্পী দের অসামান্য দক্ষতায় গড়া গুহাচিত্র গুলি শুধু নির্বাক হয়ে দেখে যেতে হয়।ষষ্ঠ শতকে জয়সিংহ আইহোলে চালুক্য রাজবংশ প্রতিষ্ঠা করলেও তাঁর পুত্র প্রথম পুলকেশী এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং তিনি বাতাপি অর্থাৎ, বর্তমান বাদামিতে তাঁর রাজধানী স্থানান্তরিত করেন। পাট্টাডকাল তাঁদের দ্বিতীয় রাজধানী। বাদামি অতীতের নাম ছিল বাতাপি। এই বাতাপি নামকরণের পিছনে একটি সুন্দর পৌরাণিক গল্প আছে।রামায়ণের অরণ্যকাণ্ডের বর্ণনা অনুসারে এখানে ইল্বল ও বাতাপি নামক দুই রাক্ষস বাস করতো । প্রহ্লাদে